ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর

আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর

নরসিংদীর মাধবদীতে ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই হামলা হয়। তবে হামলাকারীরা আসামি ছিনিয়ে নিতে পারেনি বলে জানান ওসি মো. নজরুল ইসলাম। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানিয়েছেন, হামলায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

 

পুলিশ জানায়, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ। 

এই জের ধরে সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। তারা আরও জানায়, এ সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা-হাজতে থাকা অভিযুক্ত তানভীরকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা। 

আরও পড়ুন

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। আমরা এলার্ট ছিলাম, তারা ভেতরে ঢুকতে পারেনি।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ বলেন, ‘গত রাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারণা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করেছে। হামলাকারী বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’

প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়া এবং বাগবাড়ী এলাকায় সড়কে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ভয়ানক ভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

গরুর দুধের থেকে মূত্রের দাম বেশি যে দেশে | Cow Urine | Karatoa International

যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

গৌরনদীতে বাস চাপায় নিহত মোটরসাইকেল চালক

ভিভো এক্স২০০ এ চলছে প্রি-অর্ডার, থাকছে নিশ্চিত অফার

কুমিল্লা সীমান্তে একজনের মরদেহ উদ্ধার