নাটোরের বড়াইগ্রামে নদীর মাটি বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সরকারি উদ্যোগে নদী খননের জমিয়ে রাখা মাটি বিক্রির অপরাধে মোখলেস হোসেন নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের ব্যাটারিও জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার নগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সরকারিভাবে মরা বড়াল নদী খনন করে মাটি তীরে রাখা হয়। কয়েকদিন যাবৎ ওই গ্রামের মোখলেস হোসেনসহ কয়েকজন ব্যাক্তি অবৈধভাবে সেসব মাটি বিক্রি করছিলেন।
আরও পড়ুনখবর পেয়ে শনিবার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে মাটি বিক্রির অভিযোগে মোখলেসকে এক লাখ টাকা জরিমানা করেন।
মন্তব্য করুন