ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

রংপুরের বাজারে সবজি’র দাম কমে যাওয়ায় ক্রেতাদের স্বস্তি

রংপুরের বাজারে সবজি’র দাম কমে যাওয়ায় ক্রেতাদের স্বস্তি

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে শীতকালীন সবজির ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এতে দামও কমে এসেছে। বর্তমানে প্রতি কেজি সবজি মিলছে প্রতি কেজি ১০ থেকে ৪০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

সবজির বিক্রেতারা জানান, এ বছর সবজির ফলন ভালো হওয়ায় সরবরাহ অনেকটা বেড়ে গেছে, এতে দামও কমেছে। রংপুরের মিস্ত্রীপাড়া, পূর্ব শালবন, সিটি বাজার, লালবাগ, চকবাজার ও মর্ডান বাজার ঘুরে দেখা গেছে, এমন চিত্র। এরমধ্যে প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ টাকা, ফুলকপি ১০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে এর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। বিভিন্ন ধরনের বেগুন ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে।

মূলা ১০ টাকা কেজিতে আর মিষ্টিকুমড়া মান ভেদে ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ টাকা এবং টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কামালকাছনা বাজারে সবজি ক্রেতা আকতারুল জামান জানান, শীতকালে সবজির দাম প্রতিবছরই কমে। এবছর আরও সহজলভ্য হয়েছে। এখন ১০০ টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে। আগে ৩০০-৪০০ টাকার বাজার করলেও এতগুলো সবজি পাওয়া যেতো না।

আরও পড়ুন

তারিকুল ইসলাম নামে কলেজ শিক্ষার্থী বলেন, বাজারের অধিকাংশ সবজির দাম কমে এসেছে। অল্প টাকাতে সবজি কিনতে পেরে আমরাও খুশি। এখন ইচ্ছে মতো বাজার করা যায়। তবে মাছ-মাংসের দাম আগের মতোই আছে।

পূর্ব শালবন এলাকার সবজি ব্যবসায়ী শাহ আলম বলেন, এ বছর শীতের সবজির ফলন ভালো হয়েছে। আমরাও কম দামে কৃষকদের থেকে নিতে পারছি তাই অল্প লাভ করেই বিক্রি করতে পারছি। আমরা কৃষকদের জমি থেকে সবজি এনে বিক্রি করি। এখন বাজার সস্তা। কম দামে সবজি পাওয়া যাচ্ছে। বিক্রিও হচ্ছে বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’

গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

গরুর দুধের থেকে মূত্রের দাম বেশি যে দেশে | Cow Urine | Karatoa International

যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

গৌরনদীতে বাস চাপায় নিহত মোটরসাইকেল চালক

ভিভো এক্স২০০ এ চলছে প্রি-অর্ডার, থাকছে নিশ্চিত অফার