গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে : জামায়াতের আমীর
করতোয়া ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের ১১ জন দায়িত্বশীলকে হারিয়েছি, তাদেরকে ফাঁসিতে এবং কারাগারের শহীদ করে দেয়া হয়েছে।
অসংখ্য শহিদের রক্ত ও মজলুমদের চোখের পানির বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছর আমাদের কষ্ট দিয়েছে। আমাদের বাসা বাড়িতে থাকতে দেয়া হয়নি। পেশাগত দায়িত্ব পালন দিতে দেননি।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর জেলা জামায়াতের নিজস্ব দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এছাড়া ঠাকুরগাঁও ও দিনাজপুরের বীরগঞ্জে তিনি সমাবেশে বক্তব্য রাখেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, অসংখ্য শহিদের রক্ত ও মজলুমদের চোখের পানির বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছর আমাদের কষ্ট দিয়েছে। আমাদের বাসা বাড়িতে থাকতে দেয়া হয়নি। পেশাগত দায়িত্ব পালন দিতে দেননি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, সাবেক জেলা আমীর আফতাব উদ্দিন মোল্লা প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জানান, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুুঁৎকারেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির।
ড. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
আরও পড়ুনএসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াতে ইসালামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং কল্যাণকর রাষ্ট্র নির্মাণে জাতিগত ও সকল ধর্মের বিভেদ ভুলে দেশকে গড়ে তুলতে সকলের দায়িত্বশীল হওয়া উচিত।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় সরকারি কলেজ মাঠে উপজেলা আমীর ক্বারী মোঃ আজিজুর রহমানের সভাপতিতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান, সহ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর মোঃ রাশেদুন্নবী বাবু,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁও যাওয়ার পথে সাতোর ইউপির দলুয়ায় থেমে তাদের দলের কর্মপরিষদ সদস্য ও দল মনোনীত এমপি প্রার্থী প্রভাষক মরহুম মাওলানা মো. খোদা বখস-এর কবর জিয়ারত করেন।
মন্তব্য করুন