ভিডিও শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

‘রঘুডাকাত’-এ রক্তচক্ষু লুকে দেব!

‘রঘুডাকাত’-এ রক্তচক্ষু লুকে দেব!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : চলতি বছরেই আসছে দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’। নতুন বছরের পয়লা দিনেই এই ঘোষণা দিলেন নায়ক দেব! সঙ্গে প্রকাশ করলেন এক চোখ আটকানো পোস্টার। 

তাতে দেখা যায়, ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিয়েছেন দেব। চাদরে মোড়া মাথা, খানিকটা খোলা রয়েছে চেহারা। সেই ফাঁকে জ্বলজ্বল করছে তার দুই চোখ। নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবর্ণের টিকা। ছবির পোস্টারের ওপরেই গোটা গোটা অক্ষরে লেখা ২০২৫-এর পূজায় বড়পর্দায় আসছে ‘রঘু ডাকাত’। 

আরও পড়ুন

‘খাদান’র সাফল্যের পর নাকি প্রযোজক হিসেবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পূজায় ‘বহুরূপী’র সাফল্য। শোনা যাচ্ছে, 'খাদান'-এর থেকেও বড় ব্যাপ্তি এই ছবির। ২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শ্যুটিং শুরু করা যায়নি। আবার গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘রঘু ডাকাত’ নাকি আগামী বছরের পূজাকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে ছবির শ্যুটিং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

তিব্বতে চীনের বাঁধ নির্মাণের প্রস্তাবে উদ্বেগ ভারত

লিভারপুলে এটাই শেষ বছর সালাহর!

বিদায় বেলা ইরানে হামলার প্রস্তুতি বাইডেনের

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সাকিবকে খেলাতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে বিসিবি