বগুড়ায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে
স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার থেকে বগুড়ায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে। দেশিয় শিল্প ও উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক এসব তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আগামিকাল ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে বিভাগীয় এসএমই পণ্য মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। বগুড়ায় তৃতীয় বারের মত এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় শিল্পনীতি অনুযায়ী কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারি শিল্প, আইসিটি, সফ্টযয়ার শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, পাট ও পাটজাত শিল্প, হস্ত ও কারুশিল্প, জুয়েলারী (কৃত্রিম), খেলনা এবং আগর শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠান সমূহ মিলে মেলায় মোট ৭০টি স্টল থাকবে।
তিনি আরও বলেন, এসএমই ফাউন্ডেশন অতিক্ষুদ্র(মাইক্রো), ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি, প্রচার ও প্রসারসহ দেশ-বিদেশের ক্রেতাদের সাথে যোগাযোগ ও সংযোগ স্থাপনে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতি বছর বিভাগীয় এসএমই পণ্যমেলা আয়োজন করে। এ মেলা আয়োজনের উদ্দেশ্য হলো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন ছাড়াও পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়ে থাকে।
আরও পড়ুনপ্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, এসএমই ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক আব্দুস সালাম সরদার, এজিএম মাসুম বিল্লাহ ও বগুড়া প্রেসক্লাবের সদস্যসচিব সবুর শাহ লোটাস, যুগ্ম আহবায়ক রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে রাত ৯টা পর্যন্ত এ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
মন্তব্য করুন