ভিডিও রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

বগুড়ার সোনাতলায় ২ টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে!

বগুড়ার সোনাতলায় ২ টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে!, ছবি সংগৃহীত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় বিভিন্ন হাটে বাজারে এবং গ্রাম গঞ্জে ফেরি করে ২ টাকা পিস দরে ফুলকপি বিক্রি হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সরজমিনে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ হাট, করমজা হাট, চরপাড়া হাট, মহিচরণ হাট, কর্পূর হাট, লোহাগাড়া বাজার, ভেলুরপাড়া বাজার, বালুয়াহাট, আড়িয়ারঘাট, হরিখালী হাট, কাচারী বাজার হাট, পাকুল্লা হাট, হুয়াকুয়া হাটে ২ টাকা পিস দরে ফুলকপি বিক্রি করতে দেখা গেছে। এমনকি অটোরিকশা যোগে এক শ্রেণীর ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে ফুলকপি বিক্রি করছে।

এদিকে ওই উপজেলার কৃষকেরা জানান, চলতি শীত মৌসুমের শুরু থেকেই বিভিন্ন ধরনের সবজি পানির দামে বিক্রি করতে হচ্ছে। এতে করে তাদের উৎপাদন খরচ উঠছে না।

এ বিষয়ে শেখাহাতী গ্রামের রবিউল ইসলাম সাগর নামের একজন কৃষক বলেন, প্রতিটি ফুলকপি চারা ৫ টাকা দরে কিনে নিয়ে এসে রোপন করার পর তা বিক্রি করতে হচ্ছে ২ টাকা পিস করে। এতে করে উৎপাদন খরচ উঠছে না। এছাড়াও ঠাকুরপাড়া গ্রামের ফুলবাবু, জামাল উদ্দিন ও বুলু মিয়া বলেন, এবার শুধু ফুলকপি নয়, সকল সবজিতে তারা উৎপাদন খরচ তুলতে পারছেন না।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, চলতি মৌসুমে বগুড়ার সোনাতলায় প্রচুর পরিমান শাকসবজির পাশপাশি ফুলকপি চাষ করেছেন কৃষক। এতে করে প্রচুর উৎপাদন হয়েছে। যার ফলে দাম ক্রেতার হাতের নাগালের মধ্যে এসেছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে বগুড়ার সোনাতলায় ৩ হাজার ৭শ’ ২০ হেক্টর জমিতে কৃষক বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলকে জাতীয় কবির মর্যাদা

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোনো ক্ষয়-ক্ষতি হয়নি

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে যমুনা পাড়ের মৎস্যজীবীদের দুর্বিষহ জীবনযাপন