‘অশালীন’ নাচে তোপের মুখে উর্বশী
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলছেন। ৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচেই এ ঝড়ের সমালোচনার মূল কারণ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের সেই অশালীন নাচের একটি গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, সেই গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। শুধু নাচের দৃশ্যই নয়, অভিনেতা নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে। বর্ষীয়ান অভিনেতা নন্দমুরির বয়স এখন ৬৪ বছর। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ৩০। কীভাবে কন্যার বয়সি নারীর সঙ্গে এমন নাচছেন এ অভিনেতা? এমন প্রশ্ন ধেয়ে আসছে নন্দমুরির দিকেও। ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলছেন নেটিজেনরা।
আরও পড়ুন‘ডাকু মহারাজ’ নামের এ ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন অভিনেতা ববি দেওল, দুলকার সালমান, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়সহ আরও অনেকে। আগামী ১২ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
মন্তব্য করুন