ভিডিও সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

খাবার আলু ও বীজআলুর দাম বাড়ার আশঙ্কা

আলু সংরক্ষণ ভাড়া বেড়ে প্রতি কেজি ৮ টাকা

আলু সংরক্ষণ ভাড়া বেড়ে প্রতি কেজি ৮ টাকা

স্টাফ রিপোর্টার : চলতি মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া প্রতি কেজি ৮ টাকা করে ধার্য করা হয়েছে। হিমাগারের খরচ বেড়ে যাওয়ায় খাবার আলু ও বীজআলুর দাম বাড়ার আশঙ্কা করছেন ভোক্তা এবং কৃষি বিপণন অধিদপ্তর। এদিকে বিদ্যুতের দাম না বাড়ার পরও প্রতি কেজি আলুতে সংরক্ষণ চার্জ এক টাকা বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, চলতি বছর বগুড়ায় সাড়ে ৫৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হচ্ছে এবং এ থেকে প্রায় ১২ লাখ মেট্রিকটন আলু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এই আলুর ২৫ থেকে ৩০ শতাংশ বগুড়ার ৪৩টি হিমাগারে তিন লাখ মেট্রিকটনের বেশি আলু রাখেন রাখেন ব্যবসায়ী ও কৃষকরা। এই মজুদ করা আলু সারা বছর বাজারে বিক্রি করা হয়।

মূলত, হিমাগারে রাখা আলুর মজুদের ওপর নির্ভর করে মৌসুমের শেষে আলুর দাম কেমন হবে। গত মৌসুমে হিমাগারে আলু রাখার জন্য প্রতি কেজি দাম নির্ধারণ করা হয়েছিল ৭ টাকা। এবার এক টাকা বাড়িয়ে তা ৮ টাকা কেজি করা হয়েছে। হিমাগার ভাড়া ৮ টাকা হওয়ায় আলুর দাম মৌসুমের শেষে অতিরিক্ত বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা।

বগুড়া জেলা কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন জানান, স্টোরেজে আলু রাখার দর নির্ধারণ করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেন, লেবার খরচ ও বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ার দাম বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, প্রকৃত কৃষক যারা তাদের কাছ থেকে টাকা কম নেওয়া হয়।

বগুড়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক জানান, প্রতি কেজিতে এক টাকা বাড়লে এই চাপ ভোক্তা পর্যায়ে পড়বে। এই সুযোগে সুযোগসন্ধানী ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে দিবে। এবার বিদ্যুতের দাম বাড়েনি, অন্য কোন সমস্যাও নেই তারপরও এক টাকা বাড়ানোয় পুরো চাপ পড়বে ভোক্তাদের ওপর। তিনি আরও বলেন, কোল্ড স্টোরেজ মালিকেরা যদি প্রকৃত কার্ডধারী কৃষকদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা করেন এবং কৃষকদের বীজআলু রাখার ব্যাপারে উৎসাহিত করেন তবে পরবর্তী মৌসুমে বীজআলুর কোন সংকট হবে না।

আরও পড়ুন

তিনি বিষয়টি বিবেচনা করার জন্য কোল্ড স্টোরেজ মালিকদের প্রতি আহবান জানান। এদিকে গতকাল শনিবার বগুড়া মম ইন এ বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওর্নাস এসোসিয়েশনের ৩৫তম অধিবেশন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরজ ওর্নাস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া প্রতি কেজি আট টাকা করে ধার্য করা হয়েছে। এছাড়াও পাটের বস্তায় ৫০ কেজি করে আলু সংরক্ষণ করা যাবে।

সভায় আরও বক্তব্য রাখেন, কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মোখলেছুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিঠু, মহিলাবিষয়ক সম্পাদক মিসেস নিলুফার মাহরুখ হোসেন, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার প্রসাদ, নিবার্হী সদস্য এম শরিফুল ইসলাম বাবু (মুক্তা হিমাগার নিলফামারী) আলহাজ্ব খলিলুর রহমান খলিল, আলহাজ মনসুর আলম, খন্দকার শাহাদত হোসেন সাজু, সহিদুল ইসলাম সহিদ, মেহেদী হাসান, মাইনুল ইসলাম রূপম (পরিচালক নর্দান কোল্ড স্টোরেজ), সোহানুর রহমান সোহাগ (ব্যবস্থাপনা পরিচালক শাহসুলতান কোল্ড স্টোরেজ), মিজানুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

কচুয়ায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

বগুড়ায় হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, ভাঙ্চুর ও অগ্নিসংযোগ

গুলিস্তানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসামি ছিনতাইয়ের ঘটনায় ছয় পুলিশ সদস্য প্রত্যাহার, আটক ২