ভিডিও সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় নাগর নদে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ দুইজনের কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় নাগর নদে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ দুইজনের কারাদন্ড। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঘাটমাগুরা এলাকার নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের ড্রেজিং মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি উত্তোলনকৃত বালু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দুইজন বালু উত্তোলনকারীকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও জান্নাত আরা তিথি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় বালু ব্যবসায়ীরা নাগর নদে বালু উত্তোলন করে ট্রাকবোঝাই করে বিক্রি করে আসছে। বিশাল আকারে গভীর করে নাগর নদ থেকে এই বালু উত্তোলনের ফলে নদীসংলগ্ন এলাকার ফসলি জমি, বাড়ি-ঘর, রাস্তাঘাট ও নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এমন খবর পেয়ে ঘটনার দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি সেনাবাহিনী ও পুলিশ সদস্যসহ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন

এসময় বালু উত্তোলনকারী শ্রমিক ধাপনিমাইকোলা গ্রামের হবিবর রহমানের ছেলে ফারুক প্রামানিক (৩৫) ও সেকেন্দার আলীর ছেলে খোকন প্রামানিককে (৩৮) আটক করে উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজিং মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি অকেজো করে দেন এবং উত্তোলনকৃত বালু জব্দ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার

টেলিটকের ২ স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন নাহিদ

পর্যটন খাতের যত্ন নিতে হবে

অবশেষে পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখান মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান