লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় মাদরাসায় বিদ্যুতের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু তালহা নামে এক কোরআনের হাফেজ এর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব বিছনদই গ্রামের এ ঘটনা ঘটে।
আবু তালহা ওই গ্রামের ফজলুল হকের ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পাশে মাদরাসায় বিদ্যুতের সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
আরও পড়ুনপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন