এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার
সিডনি টেস্টে সফরকারী ভারতকে ৬ উইকেটে হারিয়ে এক দশক পর বোর্ডার—গাভাস্কার ট্রফি নিজেদের করে নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে প্রায় সমান রান স্কোরবোর্ডে জমা করে দু’দল। জেতার জন্য দ্বিতীয় ইনিংসে ১৬২ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচসহ ৩—১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা।
জাদেজা—ওয়াশিংটন জুটিতে তৃতীয় দিন শুরু করে ভারত। দলীয় স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই বিদায় নেন কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দরও টিকতে পারেননি বেশিক্ষণ। তাকেও বিদায় করেন অজি অধিনায়ক।
আরও পড়ুনভারতের ইনিংস আর বেশিদূর এগোতে দেননি আগের দিন শেষ বিকেলে তাণ্ডব চালানো বোল্যান্ড। সিরাজ ও বুমরাহ দুজনকেই বিদায় করেন এই অজি পেসার। শেষ পর্যন্ত ১৫৭ রানে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
নির্দিষ্ট রান তাড়া করতে নেমে ‘বাজবল’ স্টাইলে খেলতে নামে দুই অজি ওপেনার কনস্টাস ও উসমান খাজা। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে উদ্বোধনী জুটি ভাঙেন কৃষ্ণা।
মন্তব্য করুন