দুর্দান্ত জয়ে বছর শুরু বার্সা’র
স্পোর্টস ডেস্ক : নতুন বছরটা দারুণ করল বার্সা। বছরের প্রথম ম্যাচ কোপা দেল রে—তে চতুর্থ শ্রেণির ক্লাব বার্বাস্ত্রোকে ৪—০ গোলে হারিয়েছে কাতালানরা। দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বার্সা। বার্সার জয়ের দিনে অন্যরকম সেঞ্চুরি করেন বার্সা কোচ ফ্লিক। কোচিং ক্যারিয়ারে এটি ১০০তম জয় জার্মান মাস্টারমাইন্ডের।
শনিবার অ্যাওয়ে ম্যাচে ২১ মিনিটে লিড নেয় বার্সা। রোনাল্ড আরাওহোর হেড থেকে করা পাসে বুলেট গতির আরও একটি হেড দিয়ে বল জালে ফেলেন এরিক গার্সিয়া। এতে ১—০ তে এগিয়ে যায় বার্সা। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেওয়ানডস্কি। পোল্যান্ডের এই ফরোয়ার্ডও গোল করেন হেড দিয়ে। বিরতি থেকে এসেই (৪৭ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করেন চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ (১৬) গোলদাতা। এবার লেওয়ানডস্কিকে অ্যাসিস্ট করেন পাবলো তোরে। এতে ৩—০ তে এগিয়ে যায় বার্সা। বার্বাস্ত্রোর কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন পাবলো তোরে। তৃতীয় গোলে সহায়তা দেওয়া স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার গোলটি করেন ৫৬ মিনিটে। বার্বাস্ত্রোর গোলরক্ষক আরনাউ ফেব্রিগার ভুলে গোল করে বার্সা ৪—০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
আরও পড়ুনম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমাদের বছরটা এভাবেই শুরু করতে হবে। আমরা রক্ষণভাগে খুব ভালো ছিলাম। আমাদের প্রতিদ্বন্দ্বীদের কোনো সুযোগ দেইনি।’
মন্তব্য করুন