ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

একই রাতে চেলসি—আর্সেনালের হোঁচট

একই রাতে চেলসি—আর্সেনালের হোঁচট, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার একই দিনের ম্যাচে চেলসি ও আর্সেনাল হোঁচট খেয়েছে। অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১—১ গোলে ড্র করেছে চেলসি। ১৪ মিনিটে কোল পালমারের গোলে লিড নেয় ব্লুজরা। ৮২ মিনিটে ক্রিস্টালকে সমতায় ফেরান জ্যাঁ ফিলিপ মাতেতা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২ পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হয় চেলসিকে।

একই রাতের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ১—১ গোলে ড্র করেছে আর্সেনাল। সেখানেও একই গল্প। ব্রাইটনের মাঠ অ্যামেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে শুরুতে লিড নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি গানাররা। আর্সেনালের হয়ে ১৬ মিনিটে গোল করেন ইথান এনওয়ারি। ৬১ মিনিটে সেই গোল শোধ করে স্বাগতিকরা। ডি—বক্সের ভেতর আর্সেনালের উইলিয়াম সালিবা ফাউল করলে পেনাল্টি পায় ব্রাইটন। গোল করতে মোটেই ভুল করেনি স্বাগতিক দলের হুয়াও পেদ্রো। এতে ১—১ সমতায় ফেরে জয়ের মতোই উদযাপন করে ব্রাইটনের সমর্থকরা।

আরও পড়ুন

২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্সেনাল। দুই ম্যাচে হাতে রেখে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর্সেনালের সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন খাতের যত্ন নিতে হবে

যারা বিএনপিকে ভয় পায় তারা নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে : বগুড়ায় বিএনপির কর্মী সভায় আ: সালাম

বগুড়ার ধুনটে যমুনায় নৌকার নোঙরে নষ্ট জিও ব্যাগ, ভাঙনের ঝুঁকিতে বাঁধ

নাটোরের বাগাতিপাড়ায় সার ডিলারের দুই লক্ষাধিক টাকা জরিমানা

নকল ছবি কি না বুঝবেন সহজেই, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

রংপুরে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার