ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস

ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা লিরি আলবাগ নামে এক ইসরাইলি তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা যাচাই করা যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরাইলি জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি।  

ভিডিওতে ১৯ বছর বয়সি লিরি বলেছেন, তাকে ৪৫০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সাড়ে তিন মিনিটের ভিডিওটির তারিখ ছিল না। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন

কাতারের দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। এমন সময়ে জিম্মির ভিডিও প্রকাশ করে ইসরাইলি প্রশাসনের চাপ তৈরি করেছে হামাস। লিলির বাবা—মা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কাছে জিম্মিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলেছেন, ‘মনে করুন আপনার সন্তানরাও সেখানে আছেন’। এক বিবৃতিতে পরিবার বলেছে, হামাসের পাঠানো ভিডিওটি তারা দেখে শ্বাস নিতে পারছে না। এতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, লিরি বেঁচে আছে এবং তাকে আমাদের মাঝে জীবিত ফিরিয়ে আনতে হবে। এটা শুধুমাত্র আপনার (নেতানিয়াহুর) উপর নির্ভর করে। 
হামাসের হাতে আটক হওয়ার আগে লিরি ইসরাইলি সেনাবাহিনী নজরদারি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। হামাসের হাজার হাজার যোদ্ধারা যখন সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছিল, লিরি তখন নাহাল ওজ সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। ওই সময় হামাসের তাৎক্ষণিক হামলায় ১৫ নজরদারি সৈন্য নিহত হয় এবং লিরিকেকে অন্য ছয়জনের সাথে গাজায় অপহরণ করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন খাতের যত্ন নিতে হবে

যারা বিএনপিকে ভয় পায় তারা নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে : বগুড়ায় বিএনপির কর্মী সভায় আ: সালাম

বগুড়ার ধুনটে যমুনায় নৌকার নোঙরে নষ্ট জিও ব্যাগ, ভাঙনের ঝুঁকিতে বাঁধ

নাটোরের বাগাতিপাড়ায় সার ডিলারের দুই লক্ষাধিক টাকা জরিমানা

নকল ছবি কি না বুঝবেন সহজেই, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

রংপুরে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার