ভারতকে কাঁদিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক : ২০১৯ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে আইসিসি। ২০১৯—২১ সালের উদ্বোধনী চক্রে ফাইনাল খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে কিউইরা ভারতের শিরোপা স্বপ্ন ভেস্তে দিয়েছিল। প্রথম আসরে শিরোপা হারানোর ক্ষত সারাতে ২০২১—২৩ চক্রে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে রোহিত—কোহলিরা। সেবারও তাদের হারের তিক্ত স্বাদ দেয় অজিরা। একই দলের বিপক্ষে হেরেই এবার ২০২৩—২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত।
ভারত—অস্ট্রেলিয়ার দেড়মাসব্যাপী বোর্ডার—গাভাস্কার সিরিজ আজ শেষ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। দীর্ঘ ১০ বছর পর যেখানে অজিবাহিনী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারত লক্ষ্য দিয়েছিল ১৬২ রানের। মাত্র ২৭ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। ৩—১ ব্যবধানে জিতে ২০১৪—১৫ মৌসুমের পর প্রথম বোর্ডার—গাভাস্কার সিরিজ অজিদের পকেটে গেল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় আসরের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এই সিরিজের চতুর্থ টেস্টে হেরে আগেই লড়াইয়ে পিছিয়ে পড়েছিল ভারত, আজ তারা পুরোপুরি ছিটকে গেল। অন্যদিকে, আগেই ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকাও পেয়ে গেল শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ। আগামী ১১—১৫ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে লাল বলের শ্রেষ্ঠত্ব পাওয়ার ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন
মন্তব্য করুন