নালিতাবাড়ীতে ৬৫০ বোতল মদসহ আটক ১
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৫০ বোতল মদসহ ওয়াসিম নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
আজ রোববার (৫ জানুয়ারি) ভোর রাতে উপজেলার আন্ধারুপাড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওয়াসিম নালিতাবাড়ীর বারোমারি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আরও পড়ুননালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আন্ধারুপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৫০ বোতল মদসহ ওয়াসিমকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন