বগুড়ার কাহালুতে ব্যাটারী গলিয়ে সীসা তৈরীর কারখানার ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালু উপজেলার শীতলাই এলাকায় পুরাতন ব্যাটারী গলিয়ে সীসা তৈরীর অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানি বোঝাইকরণ,পরিবহন ইত্যাদির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি অভিযান পরিচালনা করেন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
আরও পড়ুনপরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য, এরকম যত্রতত্র খোলা জায়গায় অবৈধভাবে ব্যাটারী থেকে সীসা গলানো, এসিড মিশ্রিতপানি পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ যা জনজীবন, জীব বৈচিত্র্য, কৃষি উৎপাদনসহ পরিবেশ ও প্রতিবেশের উপর বিরুপ প্রভাব ফেলে।
মন্তব্য করুন