বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে মারধর থানায় অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা মা ও তার ছেলেকে মারপিট করেছে মর্মে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বেনজুর রহমান।
অভিযোগে জানাগেছে, আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের বেনজুর রহমানের সাথে হাফিজার রহমান মিন্টুর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জেরধরে গত শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় বেনজুর রহমান ও তার মা বিলকিস নাহার আহত হয়। পরে বেনজুর রহমান বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন