সিলেট পর্বে রান পাহাড়ে সিলেট
স্পোর্টস ডেস্ক : বিপিএল’র ঢাকা পর্বের পর সিলেটেও চলছে রানের বন্যা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেট হারানো আরিফুল হকের দল আনে ২০৫ রান। টানা তিন জয়ে উড়তে থাকা রংপুরকে জিততে হলে সামলাতে হবে রিচ টপলি-তানজিম সাকিবদের। আনতে হবে ওভারপ্রতি ১০.২৫ করে রান।
এই রংপুরের বিপক্ষে ঢাকা পর্বে একমাত্র ম্যাচে হেরেছিল সিলেট। এবার নিজেদের ডেরায় টেবিল টপারদের বিপক্ষে লড়াই। টস হেরে ব্যাটিং পাওয়া সিলেট কাজটা এগিয়ে রেখেছে। ওপেনিংয়ে নেমে ১২ বলে ১৮ রান করেন স্কটিশ মুনশি। আরেক ওপেনার রনি খেলেন ৫৪ রানের ইনিংস। ৩২ বলে ছিল ৭ চার ও ৩ ছক্কা। তিনে নামা জাকের ৩৮ বলে ফিফটি করে ফেরেন। নুরুল হাসান সাতজন বোলার ব্যবহার করেও তেমন সাফল্য পাননি। ৪ ওভারে ৩১ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাহিদ রানা এদিন ছিলেন বেশ খরুচে। ৪৫ রান দিয়েও পাননি কোনো উইকেট। শেষদিকে সিলেটের তাণ্ডবের কাছেও ব্যর্থ ছিল রংপুর। জাকের আলী অনিকের ৫ বলের তাণ্ডবে ২০ রান ও অ্যারন জোন্সের ১৯ বলে ৩৮ রানের ইনিংসে সিলেট পায় ২০৫ রানের ভালো সংগ্রহ।
আরও পড়ুন
মন্তব্য করুন