ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক
নিউজ ডেস্ক: ভোলায় রুপা (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে মৃতের স্বামী আত্মগোপনে রয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে গতকাল রোববার গভীর রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ধনিয়া গ্রামের আব্দুল মন্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রুপা মো. রাফসানের স্ত্রী এবং তার বাবার বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। তিনি ওই গ্রামের মো. শাহীন ও রুমা বেগম দম্পতির মেয়ে।
আরও পড়ুনগৃহবধূ রুপার স্বজনরা বলেন, গত ৮ মাস আগে ধনিয়া গ্রামের বাসিন্দা রাফসানের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুপা। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। গতকাল রোববার রাত ৮টার দিকে রুপা তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে স্বাভাবিকভাবেই কথা বলে। কিন্তু রাত ১০টার দিকে আমাদের কাছে খবর আসে রুপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা গিয়ে দেখি রুপা মারা গেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।
মন্তব্য করুন