ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড জয় রংপুরের

হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড জয় রংপুরের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে বিপিএলে দারুণ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সেটাও আবার বিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০৬ রান তাড়া করে।

আজ সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রানের লক্ষ্য এক ওভার ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল উত্তরবঙ্গের দলটি। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল রংপুর।

প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানে তানজিম সাকিবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ হাঁটেন তরুণ ওপেনার আজিজুল হাকিম। সে ধাক্কা কাটিয়ে উঠতে মোটেই সময় নেননি অন্য ওপেনার হেলস এবং তিনে নামা সাইফ হাসান। সিলেটের বোলারদের তুলোধনা করে তারা বিদ্যুৎগতিতে রান তোলেন। দ্বিতীয় উইকেটে গড়েন ১৮৬ রানের জুটি, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ জুটি।

তানজিম সাকিবের করা ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে সাইফ হাসান ক্যাচ হয়ে ফিরলে ভাঙে এই মহাকাব্যিক জুটি। ফেরার আগে ৪৯ বলে ৩ চার এবং ৭ ছক্কায় ৮০ রান করেন সাইফ। তবে হেলস কাজ শেষ করে তবেই সাজঘরের দিকে হাঁটেন। ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর এক ওভার হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

আরও পড়ুন

শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। সিলেটের বোলারদের মধ্যে এক তানজিম সাকিব ছাড়া বাকি সবাই গড়ে ওভারপ্রতি ৯-এর ওপর রান দিয়েছেন। শুধু তানজিম সাকিব-ই ৪ ওভারে ৫.৭৫ গড়ে ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর। রনি তালুকদার (৫৪) ও জাকির হাসানের (৫০) জোড়া ফিফটির সঙ্গে অ্যারন জোনস (১৯ বলে ৩৮*) এবং জাকের আলীর (৫ বলে ২০*) ক্যামিওতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে স্বাগতিকরা। রংপুরের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট ঝুলিতে পোরেন সাইফউদ্দিন।

চলতি আসরে টানা ৪ জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে রংপুর। অন্যদিকে দুই ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা সিলেট অবস্থান করছে ৬ নম্বরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া