ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

জন্মদিনে কেন মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? 

সংগৃহীত,জন্মদিনে কেন মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? 

জন্মদিনে কেকের উপর মোমবাতি বসিয়ে জ্বালানোর রীতি এখন গোটা বিশ্বেই। প্রায় সবাই এই বিশেষ দিনটিকে এই ভাবেই উদযাপন করে।

কিন্তু ভেবে দেখেছেন কি, কেন জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় ? কেন একটানা জ্বালিয়ে রাখা হয় না ?

এই রীতি প্রথম শুরু হয়েছিল 'ইডিয়াড'-র দেশে। কেকের উপর মোমবাতি জ্বালিয়ে তা নিভিয়ে দেওয়া রীতি প্রথমে শুরু হয়েছিল প্রাচীন সভ্যতা দেশ গ্রিসে। প্রাচীনকালে গ্রিকরা প্রায় চাঁদের মতো গোল আকৃতি দিয়ে কেক বানাত। সেই কেকটা বানানো হতো চাঁদের দেবী আর্তেমিসের জন্য। শত শত বছর আগেও, এদেশের মানুষ কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে তাঁদের উপাসনালয়ে যেত।

সেখানে গেলেই এখানকার মানুষ কেক কাটত এবং ঠিক তার আগে মোমবাতিও নিভিয়ে দিত। গ্রিসের লোকেরা বিশ্বাস করতেন যে মোমবাতি থেকে নির্গত ধোঁয়া ঈশ্বরের কাছে যায়। আর্তেমিসের জন্মদিন উপলক্ষে তার জন্য তৈরি করা কেকটা যেন চাঁদের মতো জ্বলজ্বল করে, সে জন্য কেকের গায়ে অনেকগুলো জ্বলন্ত মোমবাতি বসিয়ে দেওয়া হতো। গ্রিকরা মনে করত, ওপর থেকে আর্তেমিস তাদের কেকটাকে দেখতে পাচ্ছেন। এরপর সবাই মিলে প্রার্থনা করে ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দিত। আর ভাবত যে সেই মোমবাতির ধোঁয়া তাদের প্রার্থনা নিয়ে দেবতার কাছে চলে যাচ্ছে।  এই অবস্থায় এখানকার মানুষ এই প্রথা চালু করেছিল।

আরও পড়ুন

শোনা যায়, কেকের উপর প্রথম মোমবাতি স্থাপন করা হয়েছিল ১৭৪৬ সালে গ্রীসে। এই দিনটি ছিল একজন মহান সমাজ সংস্কারকের জন্মদিন।

তারপর থেকেই এখানে কেক কাটার আগে মোমবাতি নেভানোর রীতি শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া