ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

গোহত্যার অভিযোগে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

সংগৃহীত,গোহত্যার অভিযোগে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে গোহত্যার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গত ২৯-৩০ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে এই ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবকের নাম শাহেদিন। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা মোহিত চৌধুরী বলেন, “শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসে মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে।”

পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ রয়েছে, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেপ্তার করে।

এদিকে এই ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া