নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইসমাঈল হোসেন (৫৮) নামে মোটর সাইকেল চালক নিহত এবং মোটরসাইকেলের পেছনে থাকা সুরমান আলী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী এলকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসমাঈল হোসেন নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলা বাড়িয়া খামারপাড়া এলাকার শামসুল হকের ছেলে এবং আহত সুরমান আলী একই উপজেলার কাঠালবাড়িয়া এলাকার আবু রায়হানের ছেলে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন