বিয়ের ৯ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় রুপা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রুপা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মো. রাফসানের স্ত্রী।
আরও পড়ুন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ।
নিহতের বাবা মো. শাহিন জানান, তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবুর্চি কাজ করে সংসার চালান তিনি। ৯ মাস আগে ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মো. রাফসানের সঙ্গে রুপার পারিবারিকভাবে বিয়ে হয়। তিনি এতদিন তাদের মধ্যে কোনো সমস্যার কথা শুনেননি। তিনি বলেন, ‘রবিবার রাতে রুপা শ্বশুরবাড়িতে ছিল। রাত আনুমানিক ৮টার দিকে রুপা তার মামি মুক্তা বেগমকে ফোন করে কথা বলেন। সবার খোঁজ-খবর নেন। কিন্তু তার মামিকে তেমনকিছু বলেনি। পরে রাত আনুমানিক ১০টার দিকে রুপার শ্বশুরবাড়ি থেকে ফোন আসে যে সে না কি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। গিয়ে দেখি তারা ফাঁস থেকে লাশ নামিয়ে কান্নাকাটি করছে।’
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভোলা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
মন্তব্য করুন