সিরাজগঞ্জের শাহজাদপুরে বসতবাড়িতে ডাকাতি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার নরীনা উত্তর পাড়ার এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ইউএসডলার, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ডাকাতি করে নিয়ে যায়। জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে উপজেলার নরীনা উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়ির গ্রীল ভেঙে ১০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে জাহাঙ্গীর ও তার স্ত্রী সালমা খাতুনসহ ৬ জনকে হাত পা বেঁধে ফেলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আটকে রেখে নগদ প্রায় ৫ লক্ষ টাকা, ১০ ভরি সোনা ও ১৩ হাজার ইউএস ডলার নিয়ে যায়।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, রাত তিনটা নাগাদ ডাকাতদল কালো মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে সবাইকে বেঁধে আলমারি ভেঙে টাকা, সোনার গহনা ও ডলারসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এদিকে গতকাল সোমবার সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুনএব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাড়ির মুল মালিক আমেরিকায় থাকে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে তাদের গ্রেপ্তার করব। এদিকে ডাকাতিন ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন