নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৫, ০৭:০২ বিকাল
কেরানীগঞ্জে রাস্তার পাশ পড়েছিল ব্যক্তির মরদেহ
কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে শফিক আজাদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা বড় মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আজাদ দোহার থানার ছনটেক রাইপাড়া এলাকার মোহাম্মদ আলী মিয়া ছেলে। সে নতুন পাসপোর্ট তৈরিতে দালালের কাজ করত।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সূরতহালের সময় নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। তবে কিভাবে কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরে তা জানা যাবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন