ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

ফেনীতে নাশকতা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনীতে নাশকতা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনী ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে (৫৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। নাশকতা মামলায় পলাতক আসামি ছিলেন তিনি।

গতকাল রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার ফুলগাজী থানার ঘনিয়ামুড়া চৌমুহনী এলাকায় থেকে  তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নুরুল ইসলাম ফুলগাজি থানার সদর ইউনিয়নের ঘনিয়া মোড়া গ্রামের মৃত ননু মিয়ার ছেলে। র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপপরিচালক (মিডিয়া) অধিনায়ক মেজর মো. সাদমান সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়।

আরও পড়ুন

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী থানায় বিষ্ফোরক আইনের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুরুল ইসলাম ফেনী ফুলগাজী থানার ঘনিয়ামুড়া চৌমুহনী এলাকায় অবস্থানের খবর পাই। এরপর গতকাল রোববার রাত পৌনে ৮টায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেপ্তার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে তাঁকে ফুলগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া