ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

৫৫ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখান মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখান মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক থেকে প্রত্যাখানের অভিযোগ এনে দায়েরকৃত মামলার রায়ে অভিযুক্ত ব্যবসায়ী রুহুল আমীনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উত্তর জামুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আজ সোমবার (৬ জানুয়ারি) বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মোহাম্মদ হোসেন এই মামলার রায় দেন।

বগুড়ার শেরপুর টাউন কলোনির (দুবলাগাড়ীর) ভোলা শেখের ছেলে মেসার্স ফাতেমা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আলু ব্যবসায়ী ওয়াসিমুল বারী ওমর বাদি হয়ে দায়েরকৃত এই মামলার অভিযোগে বলা হয়, তার সাথে ব্যবসায়ীক পরিচয়ের সূত্র ধরে আসামি রুহুল আমীন ৫৫ লাখ টাকার আলু নেন।

ওই আলুর দাম পরিশেধের জন্য রুহুল আমীন তার নামীয় সিটি ব্যাংকের ৫৫ লাখ টাকা মূল্যমানের একটি ব্যাংক চেক গত বছরের ২১ এপ্রিল ওয়াসিমুল বারী ওমর বরাবর প্রদান করেন। বাদি ওয়াসিমুল বারী ওমর ওই ব্যাংক চেকটি নগদ অর্থায়নের জন্য ব্যাংকে জমা দিলে আসামির নামীয় ব্যাংক হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি প্রত্যাখান হয়।

আরও পড়ুন

পরে ব্যবসায়ী ওয়াসিমুল বারী ওমর আসামির প্রতি লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি রুহুল আমীন পাওনা টাকা পরিশোধ না করায় তিনি এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া