ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলেছে ইসি

১৫২ কর্মকর্তাকে বেতনের টাকা ফেরত দিতে বলেছে ইসি, ছবি: সংগৃহীত

১৫২ জন কর্মকর্তার কাছে বেতনের টাকা ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তাদের ৩ মাস ৭ দিনের বেতন ফেরত দিতে হবে।সোমবার (৬ জানুয়ারি) এ বিষয়ে স্বয়ং চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে ইসিকে।

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সরকারি কোষাগারে টাকা ফেরত দিতে নির্দেশক্রমে অনুরোধ করেছেন।নির্দেশনায় জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রথম জারিকৃত পত্রের মাধ্যমে ১৫২ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ১০ বছর পূর্তিতে ৬ষ্ঠ গ্রেড প্রদান করা হয়েছে। দ্বিতীয় চিঠির মাধ্যমে উচ্চতর স্কেল প্রাপ্যতার তারিখ ০৭-০৯-২০১৫ এর পরিবর্তে ১৪-১২-২০১৫ সংশোধন করা হয়। এরপর তৃতীয় চিঠির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়। এ বিষয়ে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ছবির ব্যাপারে একি বললেন অনন্যা পান্ডে!

হাসপাতালের স্ক্রিনে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

বেনজির-ডিবি হারুনসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ পর্যটক আটক

জাতীয় দল থেকে বিশ্রামে পেসার জাহানারা

সরিষাবাড়ীতে ট্রেন- সারবোঝাই ট্রাকের সংঘর্ষে আহত ৩