ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

বাউন্ডারি বড় চাইলেন তামিম 

বাউন্ডারি বড় চাইলেন তামিম, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিপিএলে চলছে রানের উৎসব। উইকেটের মান যেমন বেড়েছে, তেমনি বাউন্ডারির দৈর্ঘ্যটাও অনেকখানি কমিয়ে এনেছে বিসিবি। ফলাফল এক আসরেই দুইবার এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সিলেটে গতকাল দুই ম্যাচ মিলিয়ে হয়েছে ৪৫ ছক্কা। 

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ৩১টি ছক্কা হয়েছে, যা বিপিএল রেকর্ড। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে হয়েছে ১৪টি ছক্কা। দর্শকরা যখন উপভোগ করছেন এমন চার-ছয় তখন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বললেন বাউন্ডারি বড় করার কথা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট বাউন্ডারি বেশ ভালোভাবেই নজরে এসেছে দর্শকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই আলাপে ছিল বাউন্ডারি ইস্যু। তামিম মাঠের প্রশংসা করলেও সমালোচনা করেছেন বাউন্ডারি সীমানার। 

আরও পড়ুন

দুর্বার রাজশাহীর বিপক্ষে ৮৬ রান করে প্রেস ব্রিফিংয়ে আসেন তামিম। সেখানেই বাউন্ডারি প্রসঙ্গে তার মন্তব্য, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।’ উইকেটের প্রশংসা করতে অবশ্য কার্পন্য করেননি তামিম, ‘উইকেট এবার এত ভালো যে কিউরেটরদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই।’

তবে সবশেষে তামিম আবারও আবদার রাখলেন বাউন্ডারি বড় করার, ‘শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশে না খেলা নিয়ে যা বললেন রিশাদ

নরকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এক হওয়ার সুযোগ নেই :  ট্রুডো

মেসি-সুয়ারেজের সঙ্গে এক দলে খেলার ইঙ্গিত নেইমারের

প্রথম ছবির ব্যাপারে একি বললেন অনন্যা পান্ডে!

হাসপাতালের স্ক্রিনে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

বেনজির-ডিবি হারুনসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ