ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ছাত্রলীগ নেতা আটক

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক:   সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনায় আসা ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

আটক শাহীন আহমদ (২৬) কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।

আরও পড়ুন

গত শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেকে কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ আয়োজনে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী। এসময় মাস্ক পরে কেক কাটেন শাহীন আহমদ। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

জানা যায়, জুলাই-আগস্টজুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। আটকের পর তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বগুড়ার ধুনটে আগুনে গবাদিপশুর মৃত্যু, গৃহকর্তা দগ্ধ

ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের লাশ উদ্ধার