ভিডিও বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

বিডিআর বিদ্রোহে আটকদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা

বিডিআর বিদ্রোহে আটোকদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা

নিউজ ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক জওয়ানদের মুক্তির দাবিতে পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়।


পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।

 রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, ওই ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর দুপুর সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া-তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট অরুণার

মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের পক্ষে লড়বেন ব্যারিস্টার রাজ্জাক

গাভি-ইয়ামালের গোলে সুপারকাপের ফাইনালে বার্সেলোনা 

ঠান্ডা ও কুয়াশায় বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন