ঠাকুরগাঁওয়ে এনজিও কর্মীদের মারপিট ও শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার ২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর বেলতলা এলাকায় টিএমএসএস’র কিস্তির টাকা আদায় করতে গিয়ে তিন কর্মীকে আটক রেখে মারপিট ও নারী কর্মীর শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের ফজিল উদ্দীনের ছেলে মো. সবুজ (৩৩) টিএমএসএস এনজিও থেকে গত বছরের ১৮ জুলাই সার্ভিস চার্জসহ মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। পরে নিয়মানুযায়ী একটি কিস্তি পরিশোধ করার পর দীর্ঘদিন আর কোন কিস্তি পরিশোধ করেননি।
এ অবস্থায় গত বছরের ২৮ নভেম্বর ওই এনজিও’র মাঠকর্মী শাহিনের সাথে সবুজের দেখা হলে কিস্তির টাকা নেওয়ার জন্য পরদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বলেন। তার কথামতো পরদিন বিকেলে শাহিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে মারপিট করে পেছনের একটি গুদামে আটকে রাখেন।
আরও পড়ুনশাহিন কৌশলে পাশের শাখার রবীন্দ্রনাথ ও নারী কর্মীকে তার আটকের বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় সবুজ তাদেরও আটক করে মারপিট করেন এবং নারী কর্মীর শ্লীলতাহানি ঘটিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন।
পরে টিএমএসএস’র ঠাকুরগাঁও জোন অফিসের সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার: আলী আজম ব্যাপারী (৫৩) বাদি হয়ে গত বছরের ৪ ডিসেম্বর চারজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামি মো. সবুজ ও তার ভাই মো. জুয়েল রানাকে (৩৮) গ্রেপ্তার করে। মামলায় অপর আসামিরা হলেন সবুজের ভাই সোহেল রানা (৩৫) ও তার বাবা ফজিল উদ্দীন।
মন্তব্য করুন