ভিডিও বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৮ জানুয়ারি) বাদ আসর পশ্চিম ভরনশাহী বায়তুর নূর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করে অত্র মসজিদের পেশ ইমাম মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব, শাহাদৎ হোসেন, জুয়েল রানা, আসাদুল ইসলাম আসাদ, মোহাম্মদ বিপ্লব, আল মামুন, ওমর ফারুক, আসাদুল ইসলাম, শেখ সাগর, লিমন, শরিফুল ইসলাম, মোহায়মিনুল, মোজাহিদ, নাজমুস সাকিব প্রকাশ, রিফাত হোসেন, রায়েল হোসেন, রজিম হাসান, নাইম, হৃদয় মন্ডল ও রায়হান প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বাদ যোহর সান্তাহার ওয়ার্কসপ জামে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, ছাত্রদল নেতা মহান, সোহাগ, ঐক্য, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহবুব, বিপ্লব রবিউল প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ বুধবার (৮ জানুয়ারি) বাদ আসর উপজেলা হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলান শাহাদত হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার

পাঁচ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি

সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার  

টেস্ট ক্রিকেট ইস্যুতে আইসিসিকে একহাত নিলেন সাবেক তারকারা

ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে জানুয়ারিতে শেখ হাসিনার দেশে আসার দাবি

এজলাস পুড়িয়ে দেয়া হয়েছে রাতেই, শিক্ষার্থীদের বিক্ষোভ