ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

রংপুরের বিপক্ষে রানপাহাড়ে বরিশাল

রংপুরের বিপক্ষে রানপাহাড়ে বরিশাল, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্স ঝড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে আসে ১৯৭ রান। বিপিএলে ঢাকা পর্বে আগের দেখায় বড় ধাক্কা খেয়েছিল তামিম ব্রিগেড। এবার নুরুল হাসানদের বিপক্ষে বদলা নেবার সুযোগ।

এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি রংপুর। টানা পাঁচ জয় তুলেছে রাইডার্সরা। চার ম্যাচ খেলা বরিশালের একমাত্র হার এসেছিল এই রংপুরের বিপক্ষেই। তামিমদের দল মিরপুরে পড়েছিল তোপের মুখে। অল্পতে গুটিয়ে যাবার পর হেরেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে। আজ বৃহস্পতিবার সেই ভুল করেনি বরিশাল। ধীরগতির শুরু করলেও পরে সেটি পুষিয়ে নিয়েছেন তামিম-শান্ত। রান করতে ভুগতে থাকা শান্ত করেন ৪১ রান। ওপেনিংয়ে ৮১ রানের জুটিতে তিনি ৩০ বলে করেন এই রান। তামিম ফেরার আগে ৩৪ বলে খেলেন ৪০ রানের ইনিংস। হৃদয় করেছেন ১৮ বলে ২৩। বাকি সময়ে মায়ার্স ও ফাহিম আশরাফ তাণ্ডব। ম্যাচের ১৮ ওভারে দেড়শ’ ছাড়ানো দল ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল তখন ঝড়ো ইনিংস খেলেন ফাহিম। পাকিস্তানের এই ব্যাটার করেন ৬ বলে ২০ রান।

আরও পড়ুন

নুরুল হাসান ছয় জন বোলার ব্যবহার করলেও তেমন কেউ সুবিধা করতে পারেননি। ২ উইকেট নেওয়া কামরুল ইসলাম ছিলেন যথেষ্ট খরুচে। ৪ ওভারে ১৬ রান দেওয়া আকিব জাভেদ ছিলেন আলাদা। ফিরিয়েছিলেন হৃদয়কেও। বরিশালের হয়ে দিনের সেরা ইনিংস খেলেন মায়ার্স। ২৯ বলে ৭ ছক্কা ও এক চারে আনেন ৬১ রান। তার ফিফটি তাণ্ডবে আসা ১৯৭ রানের জবাবে রংপুরকে ওভারপ্রতি তুলতে হবে ৯.৮৬ করে রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল

টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পুড়ে ছাই তারকাদের কোটি টাকার বাড়ি-গাড়ি

কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার

‘জুলাই ঘোষণাপত্র’ সরকার দেবে না, হবে সবার ঐকমত্যে: মাহফুজ