ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ জনের জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ জনের জেল-জরিমানা, ছবি: দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ছয় মাদকসেবীর জেল-জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের হাবিল উদ্দিনের ছেলে শামীম হোসেন (২৮), একই গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৬), আদমদীঘি সদর ইউপির তেতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুহানুর ইসলাম (২২), সান্তাহার পৌরসভার বশিপুর সরদার পাড়ার আয়েজ উদ্দীনের ছেলে নিজাম প্রামাণিক (৫৫), নাটোরের লালপুর উপজেলার বদিনাপুর গ্রামের হযরত আলীর ছেলে হানিফ মিয়া (৩৩) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে রিংকু (৩২)।

আরও পড়ুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেশার এ্যাম্পুল, গাঁজা ও দেশীয় মদ সেবনের অপরাধে ছয়জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর হানিফ মিয়া, আব্দুল আলিম, সুহানুর ইসলামকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও রিংকু, নিজাম প্রামানিক ও শামীম হোসেনকে ৩মাসের করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সুলতান স্টোর থেকে ১৮০ কেজি পলিথিন জব্দ, ১৫ হাজার টাকা জরিমানা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও তার পুত্রের নামে কুড়িগ্রামে সাড়ে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা

সিরাজগঞ্জের বাঘাবাড়ির বড়াল নদীর পানিকে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার শেরপুরে শব্দ দূষণের অভিযোগে চার যানবাহনের ১২ হাজার টাকা জরিমানা

জবিতে থিসিসে বহাল স্বেচ্ছাচারী সিদ্ধান্ত

নওগাঁর বদলগাছীতে ভিজিডি’র উপকারভোগীদের টাকা আত্মসাৎ করে বিদেশ পাড়ি দিলেন উদ্যোক্তা