কাপাসিয়ায় ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ২
গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল রায়েদ ইউনিয়নের রায়েদ উত্তরপাড়া এলাকার মো. শহীদুল্লাহ’র বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে ছোট-বড় ১১টি গরু উদ্ধার করেছে।
এ ঘটনার সাথে জড়িত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়, উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর পাড়ার হারেজ আলীর পুত্র শহীদুল্লাহ্’র (৪০) বাড়িতে চোরাই গরু আছে বলে থানা পুলিশ খবর পায়।
পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ছোট-বড় ১১ টি গরু উদ্ধার করেন। এসময় জড়িত থাকার অভিযোগে শহীদুল্লাহ এবং তার ভাগিনা সোহেল (৩৫) কে গ্রেফতার করেন। সোহেল কিশোরগঞ্জ সদরের সাদুল্লাহচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।
আরও পড়ুনসে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গোপনে মামা শহীদুল্লাহ’র বাড়িতে এনে রাখেন। পরে সুযোগ বুঝে এলাকার প্রসিদ্ধ গরুর হাট আমরাইদ বাজার সহ বিভিন্ন বাজারে তা বিক্রি করে। উদ্ধারকৃত গরুর মধ্যে ৪টি কালো রংয়ের গাভী, ১টি কালো বকনা, ১টি লাল গাভী, ৫টি লাল বকনা গরু। এব্যাপারে থানার এস আই রঞ্জন কুমার ভৌমিক বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওসি মোঃ কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়েদ উত্তর পাড়া থেকে ১১ টি গরু উদ্ধার করা হয়েছে। আটককৃত দুজন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন