ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে পৃথক ঘটনায় মহেশপুরে ট্রাক চাপায় সাগর হোসেন নামে এক মোটরসাইকেল চালক ও সদরে ৭ বছর বয়সী সোয়াইব হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। ওই সময় ট্রাকের ধাক্কায় রকি নামে আরো এক মোটরসাইকেল মালিক আহত হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলী ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশ।

নিহত শিশু সদর উপজেলার কোরাপাড়া গ্রামের সবুর আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে ও সদরের পাগলাকানাই সড়কের দেওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন

স্থানীয়রা জানান, মহেশপুরের একটি প্রতিষ্ঠানের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়েলের জন্য বের হলে পথিমধ্যে ব্র্যাক অফিসের সামনে রাস্তার উপরে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়ে আটকিয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে প্রথমে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অপরদিকে সড়কের দেওয়ান বাজার সংলগ্ন নতুন বাড়ি এলাকায় শিশু সোয়াইব রাস্তার পার হচ্ছিল। ওই সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় দেয়। এতে শিশুটি রাস্তার উপর ছিটকিয়ে পড়ে আহত হয়। টের পেয়ে পরিবার ও প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি দুপুর ৪টার দিকে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার

‘জুলাই ঘোষণাপত্র’ সরকার দেবে না, হবে সবার ঐকমত্যে: মাহফুজ

বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি

গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন সাবেক ওসি

শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর

কক্সবাজার সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিতে নিহত