বগুড়াসহ বিভিন্ন উপজেলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
করতোয়া ডেস্ক : লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা বগুড়া জেলার ১২টি উপজেলার মসজিদগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
জানা গেছে, বগুড়া জেলা বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।
একই সময়ে বগুড়া শহরের সুত্রাপুর সাতানী জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির নেতা সামসুল হক রোমান, শহর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুব হোসেন লেমন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ।
এদিকে বগুড়া শহর বিএনপির উদ্যোগে পৌরসভার ২১টি ওয়ার্ডের শতাধিক মসজিদে ও সদর উপজেলাসহ জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ব্যবসায়ী মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক আফজাল শেখ নাহিদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ মিটন, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, শহর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি যথাক্রমে জহুরুল ইসলাম ডালু, সাবেক কাউন্সিলর রোস্তম আলী, সহিদুল আলম সঞ্জু, ময়নুল হাসান উজ্জ্বল, একে আজাদ মিয়া, আরিফুর রহমান পিন্টু, আজিজুল হক মঞ্জু, মাহবুবর রহমান লুলকা, সায়েদুল ইসলাম সায়েদ, সাজ্জাদ হোসেন পিন্টু, আব্দুল মান্নান, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, রেজাউল হক, আঃ কুদ্দুস চান, সাধারণ সম্পাদক যথাক্রমে জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম সহিদ, আইনুর রহমান, মিলন আখন্দ, রশিদুল হাসান তালুকদার লিটন, আব্দুল জলিল, ফারুক হোসেন, মাহমুদুল হাসান তুহিন, রাজু বাহার, শফিকুল ইসলাম, মিজানুর করিম মাসুদ, এমদাদুল হক মিলন, রাশেদুল ইসলাম, মতিয়ার রহমান স্বাধীন, সিবলী সাদিক মানিক, দেলোয়ার হোসেন মুক্তার, আবদুল খালেক, শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে পৌরশহরের হযরত শাহ জামাল (র:) মাজার মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছাঈদ, বিএনপি নেতা সোহানুর রহমান লাবলু, এনামুল হকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঅপরদিকে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, মাহবুবুর রহমান, জিএম মোস্তফা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
দুপচাঁচিয়া প্রতিনিধি জানান, ওই উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল, ইউনুস আলী মহলদার মানিকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, জামে মসজিদের খতিব মাওলানা আজিজার রহমান। অন্যদিকে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মডেল মসজিদে অনুরুপ দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা আশরাফুল আলম, মোবাইদুন নবী তিতাস, মিজানুর রহমান, ইদ্রিস আলী, বেলাল হোসেন, রাকিবুল হাসান সানি, রিয়াদ সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, মডেল মসজিদের খতিব, হাফেজ মাওলানা মুফতি জোবায়ের হোসেন। এছাড়াও বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে হাসপাতাল জামে মসজিদে অনুরুপ একটি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা সুজন তালুকদার, রাশেদুজ্জামান রাকিব প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওলান শাহাদত হোসেন।
মন্তব্য করুন