ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বগুড়ার তালোড়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

বগুড়ায় তালোড়া পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার পারভিন সমাজ কল্যাণ সংস্থার শাখা ব্যবস্থাপক সুমন সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা মাছুরা খাতুন গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে।

জানা গেছে, উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা নামে ২০২২ সালে সংস্থার শাখা খুলে কার্যক্রম শুরু করে। শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষণ কর্মকর্তা ও মাঠ সংগঠকসহ সাতজন কর্মচারী সংস্থার শাখাটি পরিচালনা করে আসছিলো। গত বুধবার গ্রাহকরা সংস্থার কার্যালয়ে গিয়ে দেখে প্রধান ফটকে তালা। তারা শাখা ব্যবস্থাপকসহ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

মাঠ কর্মীরা থাকলেও তারা কোন সদুত্তোর দিতে পারে না। গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে শাখা ব্যবস্থাপক সুমন সরকার ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাছুরা খাতুন গ্রাহকদের সঞ্চয়ী ও ডিপিএস এর প্রায় ২ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী গ্রাহক তালোড়া পৌর এলাকার হিন্দুপাড়ার সুচিত্রা রানী মহন্ত জানান, তিনি গত বছরের মে মাসে পাঁচ বছর মেয়াদী ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। সেই সাথে মাসিক ২শ’ টাকার ডিপিএসও খোলা রয়েছে।

আরও পড়ুন

তালোড়া বাজারের নাসিমা খাতুন জানান তিনি ২ লাখ ৫০ হাজার টাকা, শাবলা গ্রামের শ্যামল মহন্ত ১ লাখ টাকা, সুচিত্রা রানী ২লাখ টাকাসহ প্রায় ৬০ জন গ্রাহক এই শাখায় ফিক্সড ডিপোজিট ও ডিপিএস খুলেছেন। তারা আরও জানান, এই সংস্থার ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা প্রায় দুই শতাধিক। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের টাকা ফেরতের দাবিতে গতকাল বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। এ বিষয়ে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক সুমন সরকার ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাছুরা খাতুনের সাথে যোগাযোগ করলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) তালোড়া এলাকার বিট ইনচার্জ এসআই নিয়ামান নাসিরের সাথে যোগাযোগ করলে তিনি পারভিন সমাজ কল্যাণ সংস্থার শাখা ব্যবস্থাপক ও হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রাহকদের প্রায় ২ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার বিষয়টি জেনেছেন বলে জানান। তিনিও শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষন কর্মকর্তার সাথে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা এবং রেহাই

খালেদা জিয়া খাচ্ছেন তারেক রহমানের বাসায় তৈরি খাবার 

প্রথম জয় পেলো সিলেট : শাকিব খানের ঢাকার টানা ছয় হার

পাবনার বেড়ায় কর্মহীন মৃৎশিল্পীরা ঝুঁকে পড়ছেন অন্য পেশায়

বগুড়ার তালোড়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি