জালে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’
কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপ উপকূলে জালে ধরা পড়ছে পাঁচ মণ ওজনের একটি ‘পাখি মাছ’।
ট্রলারের মালিক মোহাম্মদ রফিক সাংবাদিকদের বলেন, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছটি নিয়ে আসে জেলেরা। এ সময় বিশাল মাছটি একনজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।
ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন, দুদিন আগে এফবি রফিক নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের জন্য যান। বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন মৌলবি শীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে।
আরও পড়ুনটেকনাফের মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম বলেন, আমার জীবনে এত বড় পাখি মাছ দেখিনি। ট্রলারের মালিক ৪৫ হাজার টাকা দাম চেয়েছিলেন। পরে মাছ ব্যবসায়ী সুলতান আহমদ ১৫ হাজার টাকায় সেটি কিনেছেন।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। এর ওজন পাঁচ মণের বেশিও হয়ে থাকে। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না।
মন্তব্য করুন