ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএসএফ’র গুলিতে যুবক আহত

বিএসএফ’র গুলিতে যুবক আহত

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ভারতের শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। আহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে শহিদুল ভারত সীমান্তে ফেনসিডিল আনতে যায়। এ সময় ফেনিসিডিল নিয়ে আসার পথে আর্ন্তজাতিক সীমানা পিলার ১৮২’র ১৩০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শহিদুল গুরুতর আহত হন। পরে স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিচার বিভাগ স্বাধীন ও কার্যকর করার প্রস্তাব এসেছে : প্রেস সচিব

বগুড়ায় নরসুন্দরের ছেলে শয়নের মেডিকেলে ভর্তি অনিশ্চিত

উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার 

দিনাজপুরে পর্দানশীন নারীদের মানববন্ধন

নোরা ফাতেহির মৃত্যুর গুজব!