অশ্লীল নাচে কটাক্ষের জবাব দিলেন উর্বশী
বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও বছর ৬৪-এর অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে কটাক্ষ করছেন অনেকেই। উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খানও। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করতেই গর্জে উঠলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।’
আরও পড়ুনকমলের এমন কথায় চুপ থাকেননি উর্বশী। পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায় যারা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তাও কাদের? যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয় বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’ সূত্র : আনন্দবাজার।
মন্তব্য করুন