তামিমকে স্বাগত জানিয়ে শান্তর বার্তা
স্পোর্টস ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে বেশকিছু দিন ধরেই বেশ আলোচনা চলছিল। তেব গতকাল শুক্রবার রাতে ফেইসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে অবসরের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা এই ওপেনার তামিম।
তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে চেয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে ফেরানোর চেষ্টাও করেছিলেন তিনি। তাকে দলে পাওয়ার জন্য বেশ কয়েকবার গণমাধ্যমে কথাও বলেন শান্ত। এবার তামিমেকে নিয়ে এক আবেগঘণ পোস্ট দিয়েছেন অধিনায়ক।
পোস্টে তামিমের বিদায়কে স্বাগতও জানিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে ফেসবুকে শান্ত লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’
আরও পড়ুনশান্ত আরও লিখেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।
আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।
মন্তব্য করুন