ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

প্রবাসে বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান

প্রবাসে বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান

দেশের বৈশ্বিক ব্র্যান্ডিং ও প্রভাব বাড়াতে ভূমিকা রাখতে প্রবাসে বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) বাংলাদেশের পরিবর্তে তাদের বসবাসের দেশে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। যদি আমরা বৈশ্বিকভাবে প্রভাবশালী হতে চাই, তাহলে এটাই আমাদের পথ।

আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ডিংবিষয়ক এক প্রবাসী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যখন এনআরবিরা তাদের বসবাসের দেশগুলোর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তখন তা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ গড়ে তোলে।’

ভারতীয় প্রবাসীদের উদাহরণ দিয়ে তৌহিদ বলেন, ‘ভারতীয়রা বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক সংস্থায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে গুরুত্বপূর্ণ পদে থেকে বৈশ্বিক প্রভাব অর্জন করেছেন। ভারতীয়রা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন, যা বাংলাদেশি এনআরবিদেরও লক্ষ্য হওয়া উচিত।’

আপনারা কি কখনো কোনো দেশের মানুষকে বিদেশি বিমানবন্দরে কারও বিরুদ্ধে স্লোগান দিতে দেখেছেন? এ ধরনের কাজ দেশের ব্র্যান্ডিং ও ইমেজ ক্ষতিগ্রস্ত করে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা নলে, ‘আপনি কখনো ভারতীয়দের এ ধরনের কাজ করতে দেখবেন না। কেন ভারতীয়রা বিদেশে বিভিন্ন সুবিধা পান, আর আমরা পাই না? কারণ আমরা স্থানীয় রাজনীতিতে কম সক্রিয়।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক ইমেজ বাড়াতে হবে। শান্তিরক্ষীরা আফ্রিকায় একটি শক্তিশালী ইমেজ তৈরি করেছে। এগুলো ইতিবাচক ইমেজ। অন্যদিকে, যখন আমরা (অবৈধভাবে) ভূমধ্যসাগরে পাড় হই, তখন আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’

‘নির্বাচনী রোডম্যাপ শিগগির আসছে’ উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের বিষয়ে আশা প্রকাশ করছি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন এবং বিনিয়োগ আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবানলে সব শেষ হলিউড তারকার, কাঁদতে কাঁদতে দিলেন বর্ণনা

পাবনার সুজানগরে ৩০ টাকা কেজির মুলা এখন ৩ টাকা

স্নাতক পাসে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর দেশে ফিরতে পারবে না : রফিকুল ইসলাম খান

নওগাঁর রাণীনগরে ধানের দর নিম্নমুখী

৪৩ তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন