ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ইউসুফের স্বজনদের আহাজারি।

মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ নামে একজনের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

আজ শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলায় এলমেস ও ইউসুফের মধ্যে জুনিয়র ও সিনিয়রের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। পরে শনিবার ভোরে এলমেসের পরিবারের লোকজন হাতুড়ি, দা ও রড দিয়ে ইউসুফের পরিবারের ওপর হামলা করে। এ হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, ‘দুই দিনের এই বিরোধে এত বড় ঘটনা ঘটবে আমরা কল্পনাও করিনি। এদের মধ্যে পূর্বের কোনো শত্রুতাও ছিল না। তারপরেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ওসি তৌফিক আজম জানান, ঘটনা জানামাত্রই ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার কর‌বেন  ব‌লে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও রাণীশংকৈল রামরাইদীঘিতে পাখিপ্রেমি পর্যটকদের ভিড়, ঝুঁকিতে অতিথি পাখি

কেএফসি নিয়ে এলো নতুন হট ন্যাশভিল জিঙ্গার

নওগাঁর রাণীনগরে ৩টি গরু চুরি

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক