বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চোর চক্রের একজন আটক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৬) নামে চোরচক্রের এক সদস্যের মৃত্যু ঘটনায় গতকাল শুক্রবার রতন (২৮) নামের একজনকে আটক ও তার কাছ থেকে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। রতন আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
প্রকাশ, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের পূর্ব মাঠে রহিদুল ইসলাম উজ্জলের ইরিস্ক্রীমে সেচ সুবিধা দেয়ার জন্য ট্রান্সফরমার স্থাপন করে পানি সেচ দিত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আদমদীঘির ডালম্বা গ্রামের আব্দুর রহমান নামের চোরচক্রের এক সদস্য বিদ্যুৎস্পর্শে মারা যায়।
পরদিন শুক্রবার সকালে তার মরদেহ বৈদ্যুতিক ঘুঁটি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে রতন নামের বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের সদস্য রতনকে আটক ও তার হেফাজত থেকে বেশ কিছু পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করে।
আরও পড়ুনতার বিরুদ্ধে মামলা রুজু করে আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।
মন্তব্য করুন