ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের একটি কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে কবরস্থান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় তার দেহের পাশ থেকে সেনাবাহিনীর লোগো সংবলিত একটি জ্যাকেট ও সেনাবাহিনীর পোশাকের কিছু অংশ পাওয়া গেছে। তবে ওই যুবক সেনা সদস্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

জানা গেছে, অজ্ঞান অবস্থায় পাওয়া ওই যুবকের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলিয়ার পাড়া গ্রামের ফজল করিমের ছেলে। 

আরও পড়ুন

পুলিশ জানায়, শনিবার বেলা পৌঁনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায় শহরের জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর একটু সুস্থতাবোধ করলে নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানায় ওই যুবক। এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর সৈনিক বলে দাবি করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর লোগোযুক্ত শীতের পোশাক ও হাত থাকা ঘড়ি দেখে তাকে সেনা সদস্য বলে ধারণা করা হয়। এছাড়া, তার প্রাথমিক আলামত ও চুলের কাটিং দেখে ধারণা করা হচ্ছে তিনি সেনাসদস্য হতে পারেন।

চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের অ্যাডজুট্যান্ট মেজর জাহাঙ্গীর আলম জানান, তিনি সেনাসদস্য নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানতে এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো নারীঘটিত বিষয়ে তিনি চুয়াডাঙ্গায় এসেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে আশ্রয়ের আবেদন কমেছে এক-তৃতীয়াংশ

দিনাজপুরের ফুলবাড়ীতে পরীক্ষামূলকভাবে বিনাচাষে সরিষা আবাদ, প্রথমবারই সফলতা

শাহজালাল বিমানবন্দরের যাত্রীসেবা আরও বেগবান করার নির্দেশ

কুড়িগ্রামের চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত পাঁচ মাসে আয় আড়াই লাখ টাকা

গাইবান্ধায় চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ